ওঁং
আমাদের প্রবর্ত্তক গুরু। 
                                
    পুনঃ নবজাগরনের মাধ্যমে সত্য-ধর্মের স্বর্ণ যুগ, যথার্থই সত্য-ধর্মের স্বর্ণ যুগ শুরু হয়েছে, আমাদের প্রবর্তক গুরুদেব আদিষ্ট নিরুপমের হাত ধরে। 
          আমি ব্যাক্তিগত 2000-ইং সাল থেকে সত্য-ধর্মের পথে পথ চলা শুরু করেছি, সেখান থেকে এখন পর্যন্ত যতটুকু দেখবার সৌভাগ্য অর্জন করেছি তার মধ্যে বিগত প্রায় 5-6 বছর এই ধর্মের প্রভূত কার্য সাধন হয়েছে এই গুরুনাথ সত্য-ধর্ম মহামণ্ডল কেন্দ্র দ্বারা।




       অতএব সত্য-ধর্ম্মের এই ব্যাপক কার্য্যক্রম বিশেষ করে, 
     1. গুরুদেবের ছবি না রেখে শুধু প্রনব রেখে উপাসনা করা।   
      2.কল্পনা মাত্র মিথ্যা এই প্রকৃত সত্যকে সম্মূখে রেখে দেব-দেবীর পূজা না করা বা প্রনাম না করা। 
        3. মা আদরমনি দেবীর জন্ম তারিখ আধ্যাত্মিক ভাবে আবিস্কার করা। 
         4. আমফান ঝড়ের মধ্যে প্রবর্ত্তক গুরুদেব নিজ করুনায় আমাদের পরিবারের সকলকে সাক্ষাৎ বিপদের হাত থেকে রক্ষা করেছেন ,,তার নিজ মহিমায়।




5. উড়িয়া ভাষায় বই প্রকাশ এবং এই প্রথম এত গুন সহ-কারে উপাসনা করা। 
           এরূপ অসংখ্য কার্য্য প্রমান করে যে, সত্য-ধর্ম্মের স্বর্ণ যুগ শুরু হয়েছে এবং নব জাগরনের সুবর্ণ বর্ষের প্রকাশ ঘটেছে। 
              আমার মত পাপি -তাপী গন আজ আদিষ্ট নিরুপমের মত প্রর্বওক গুরু পেয়ে প্রকৃত সত্যে উপলব্ধি সহকারে আত্ম -উন্নতি পথ প্রদত্ত হইল। 
ভক্তি পূর্ন প্রনাম রইলো ও দুটি চরনে।
  
          দীপঙ্কর সিকদার(ঠাকুরনগর)
                      26/07/2020


           


       আমার একটি কথা মনে পড়ে। প্রর্বতক গুরুদেব প্রতি উৎসবে বলতেন গুরু দেব নির্দেশ দিয়েছেন ১মাস ধরে উপাসনা করতে হবে।কি ভাবে করতে হবে জানিনা সবাই তৈরি হ ও।এর মধ্যেই "করোনা"ও লকডাউন  শুরু হয়। প্রর্বতক গুরু বলেন সুবর্ণ যুগ এসেছে এই সুযোগ জীবনে আর পাবে না আর প্রর্বতক গুরুর নির্দেশ আমরা সকলে এই মহতি মহা নবজাগরণ ১০০দিন পূর্ণ হল। যাহারা এই মহাউৎসব নিয়ে বাজে শব্দ ব্যাবহার করে তাহারা প্রকৃত গুরুর অভাবে অসার কাষ্ঠের মত হয়ে আছে প্রর্বতক গুরু এদেরকে আশীর্বাদ দিন সকলের শুভ চেতনার উদয় হয় আর যেন বাজে মন্তব্য না করেন। প্রকৃত সত্য ধর্মী হতে পারেন।
         
                সংকল্প বিশ্বাস (আড়ংঘাটা)
                     25/07/2020