আমাদের প্রবর্ত্তক গুরু।

    একটি অভাবনীয়/প্রায় অসম্ভব ব্রতকে (মাসাধিক কাল ধরে পরপর তিনটি অধিবেশন মোট ১০০ দিন) সুকৌশলে গুরুদেব ও পারলৌকিক মহাত্মারা আমাদের দিয়ে করিয়ে নিয়ে আরেকবার প্রমান করলেন যে, অমঙ্গলের মধ্যেও মঙ্গল নিহিত থাকে, সাথে সাথে গুরুদেব কত সক্রিয় তাঁর সন্তান দের মঙ্গলার্থে- ইহাও।div

       প্রসাদ বিশ্বাস, গোবরডাঙ্গা, ২০.০৭.২০২০



     উপাসনাই বল উপাসনাই ধর্ম্ম উপাসনার মধ‍্যেই কর্ম্ম। বর্তমান আদিষ্টকে আজ থেকে তিন বছর আগে গুরুদেব তিন মাসের অধিবেশন করতে বলে ছিল। সেই অধিবেশন কোন এক কারণ বসত হল। এই অধিবেশনের শুরুতে আমি মানব আদিষ্টে সাথে মধু উৎসব শুরু করি। প্রতিদিন চারটি করে উপাসনা করা হতো।আমি এক থেকে দের মাস চারটি করে উপাসনা পালন করেছি। 



     তার পরথেকে কর্ম্মের জন‍্য কোন দিন তিনটি ও দুটি করে করেতে পেরেছি।ও আদিষ্ট প্রতি দিন চারটি করে উপাসনা করেছে পুরো একশত দিন করে ব্রতো শেষ করেছে এবং ই একশত দিনে উপাসনায় আদিষ্ট টাইম দিয়ে ছিল যাহারা 10 টায় উপাসনায় বসে 12.25 এ প্রার্থনা করবে তাদের প্রার্থনা পূর্ণ হবে। কাউ কাউ সফলও হচ্ছে।যারা আদিষ্টের সাথে আছে তাদের মধ‍্যে কেউ কিছু সিদ্ধি পেয়েছে। উপাসনায় বসলেই ঘুম পেত আমার কিন্তু এখন ঘুম আনেকটাই কমেছে।

        চন্দন বৈরাগী, কল্যাণী, ২৮.০৭.২০২০