এক কথায় কোন ধর্ম্ম অবলম্বী বলতে গেলে আমি হিন্দু আমি মুসলমান আমি খ্রীষ্টান আমি বুদ্ধিষ্ট ইত্যাদি।  ধর্ম্ম যুক্ত না করেই তারা বলে। আমরা যারা সত্যকে অবলম্বন করে জীবন যাপন করি এককথায় শুধু সত্য বলা যায়না ধর্ম্ম যুক্ত করে বলতেও পারিনা শুধু এক কথায় বলতে পারি নিজেদের সত্যেষ্ট।

সত্য+ইষ্ট= সত্যেষ্ট
সত্য = নিত্য
ইষ্ট = ধারণ করা। আবার ইষ্ট কথার মানে বহুর মধ্যে একের   উৎকর্ষজ্ঞাপক।
এক কথায় বলতে গেলে সত্যকে ধারণ করে আছি তাই আমরা সত্যেষ্ট।
এভাবেও বলতে পারি নিত্য বহুর মধ্যে একের উৎকর্ষজ্ঞাপক ।
সকলে আমরা নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য সত্যেষ্ট বলে আমরা গর্বানুভাব করতে পারি।