শিশু হাসে ও কাঁদে ইহার কারণ কি?
Why the baby laughs and cries while sleeping.
অবশ্য বলিতে হইবে যে, যেমন আমরা কোন অভিলষিত বিষয় লাভে সুখানুভাব করি এবং তাহাতেই হাসিয়া থাকি, পরে ঐ বিষয় বা ঐরূপ বিষয় পুনরায় উপস্থিত হইলে সুখানুভবের পূর্বেই ভাবি সুখাশায় হাসি; অতি শিশু (সদ্যোজাত শিশু)ও তদ্রুপ নিয়মেই হাসিয়া থাকে। সুতরাং তাহার হাস্য বা হর্ষ দেখিয়া স্মৃতির, স্মৃতিদ্বারা সংস্কারের এবং সংস্কারদ্বারা পূর্বানুভবের অর্থাৎ পূর্ব্বাভ্যাসের অনুমান অসঙ্গত নহে।
পূর্ব্ব জন্মাভাবে পূর্ব্বানুভবের হইতে পারে না, কেননা,সে এই মাত্র ভূমিষ্ঠ হইয়াছে। অতএব পূর্ব্বানুভব দ্বারা পূর্ব্ব জন্ম অনুমান করা অযৌক্তিক নহে। শিশুর স্মিত সম্বন্ধে যে রূপ যুক্তি রুদিত সম্বন্ধেও তাহাই প্রযুক্ত হইতে পারে। মনুষ্যের যখন প্রিয় বিষয়ের বিয়োগ ঘটে,তখন তাহার প্রিয় বিয়োগ স্মরণে শোক জন্মে এবং তাহাতেই সে রোদন করে। জন্মগ্ৰহণ মাত্র শিশু যে রোদন করে তাহাও ঐ নিয়মের অন্তর্গত। সুতরাং তাহার রোদন দ্বারা শোকের, শোকদ্বারা পূর্ব্ব স্মৃতির স্মৃতি দ্বারা সংস্কারের এবং সংস্কার দ্বারা পূর্বজন্মের অনুমান হয়।এতদ্ব্যতিরেকে অন্যবিধ অনুমান এক্ষেত্রে খাটে না। অতএব স্বীকার করিতে হইবে যে, অবশ্যই শিশুর পূর্ব্ব জন্ম ছিল।

0 Comments