সুক্ষ্মধ্যান এবং স্থূলধ্যান কি
পরমপিতা পরমেশ্বর বিষয়ে যে ধ্যান,তাহাই সুক্ষ্মধ্যান এবং গুরুদেবের যে ধ্যান, তাহাই স্থূলধ্যান। অন্য কাহারও ধ্যানে প্রয়োজন নাই। অনেকে বলেন যে সুক্ষ্মধ্যানে অসমর্থ মানবের পক্ষে দেবদেবীর স্থূলধ্যান করা কর্ত্তব্য। কেননা স্থূল ধ্যান বিষয়ে কৃতার্থ হইলেই সুক্ষ্মধ্যানে সামর্থ্য হইতে পারে। ইহার উত্তরে বক্তব্য এই যে,ব্রক্ষ্মধ্যানে অসমর্থ এরুপ মানব যে পৃথিবীতে আছে, এরূপ বোধ হয়না। তথাপি যদি কোন ব্যক্তি আপনাকে তদ্রুপ বোধ করেন, তবে তিনি দেবদেবীর ধ্যান না করিয়া গুরুদেবের ধ্যানদ্বারা সিদ্ধমনোরথ হইতে পারিবেন। আর ইহাও বক্তব্য যে, সাধকের নিকট গুরু হইতে প্রধান দেবদেবী নাই। সুতরাং , তিনি প্রধানকে পরিত্যাগ করিয়া অপ্রধান কে কেন অবলম্বন করিবেন?

0 Comments