ভক্তির লয় কি?
ঈশ্বরপ্রেম পূর্ণভাবে কখনও হয় না বলিয়া, ঈশ্বরভক্তিরও কখনই লয় হইতে পারে না। কিন্তু পার্থিব ভক্তির লয় আছে, কারণ, উহা অনন্তকাল বিদ্যমান থাকে না। যখন পার্থিব ভক্তিভাজনের প্রতি ভক্তির পূর্ণতা হয় এবং যখন পার্থিব ভক্তিভাজনের প্রতি প্রেমসাধনা আরম্ভ হয়, তখনই পার্থিব ভক্তির লয় হয়। পরন্ত ইহা অতি সুকঠিন। এই পার্থিব ভক্তির লয় সাধনার্থে বা পার্থিব ভক্তি কে প্রেমে পরিণত করিবার জন্য কত শত মহাত্মা পুনঃ পুনঃ জঠরযন্ত্রনা সহ্য করিতে বাধ্য হন; যেহেতু জন্মান্তরে ঐ কার্য্য অপেক্ষাকৃত সহজ হইতে পারে। পার্থিব ভক্তির লয় সাধনা এতই দুরূহ যে, ভূমন্ডলে ঐরূপ অবস্থা কতিপয় মাত্র মহাত্মার হইয়াছিল, হইতেছে বা হইবে।

0 Comments