ভক্তি সঙ্কট কি?
যদিচ দীক্ষাদাতা গুরু বা অন্যান্য মহাত্মাদিগের প্রতি প্রথমাবধিই প্রেম করিতে পারিলে বড়ই সুখের বিষয় হয় বটে, যাঁহারা আমাদিগের নৈসর্গিক ভক্তিভাজন, সেই মাতা ও পিতার প্রতি অগ্ৰে ভক্তি পূর্ণ না করিয়া বা পার্থিব ভক্তি পুর্ণ না করিয়া, যদি কেহ তাঁহাদিগের প্রতি প্রেম করিতে প্রবৃত্ত হয় তবেই সে ভক্তিসঙ্কটে পতিত হইল। এতাদৃশ বিপন্ন ব্যক্তির উদ্ধার এজন্মে আর হইবার সম্ভাবনা নাই। জন্মান্তরের অন্য কোন রমণীর প্রতি (যাহার গর্ভে জন্মিবে তাহার প্রতি) ভক্তি সাধনা করিয়া ঐ ভক্তি পূর্ণ করিতে হয়। পরে, পূর্ব জন্মের মাতা-পিতার প্রতি ভক্তি সাধনা করিয়া ঐ বিপদ হইতে মুক্ত হইতে পারে।
অপর, কেহ কেহ মাতাপিতার প্রতি ভক্তি না করিয়া, প্রথমেই অন্য কাহারও প্রতি ভক্তি করে। ইহারাও ভক্তিসঙ্কটে পতিত, সন্দেহ নাই। কারণ, মাতাপিতার প্রতি ভক্তি না করিলে, অনন্ত ন্যায়বান্ মঙ্গলময় পরম পিতার নিয়মানুসারে যাবৎ ঐ মাতাপিতার উদ্ধার না হইবে,তাবৎ তাহারও উদ্ধার নাই। যদি কোন আত্মা অতি উচ্চ স্থান হইতে আসিয়াও পুনরায় জন্মগ্ৰহণ করেন, তবে তাঁহাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয়।
0 Comments