শৈব  মত 

শৈব বা শিবোপাসকগণের উপাসনা প্রণালীর প্রতি সাভিনিবেশ দৃষ্টি নিক্ষেপ করিলে প্রতীয়মান হয় যে, ইঁহারা শিবকে জগতের মূল কারণ জানিয়া তাঁহার গুণকীর্ত্তন করেন। সুতরাং গুণকীর্ত্তন যে উপাসনার প্রধান অঙ্গ, তাহাতে এ পর্য্যন্ত সর্ব্ব সম্প্রদায়েরই মত লক্ষিত হ‌ইল।


                  শিবপঞ্চাক্ষরস্তোত্রম্

                  শ্রী পশুপতয়ে নমঃ
        নাগেন্দ্র-হারায়        ত্রিলোচনায়
      ভস্মাঙ্গ রাগায়        মহেশ্বরায়।
      নিত্যায় শুদ্ধায়        দিগম্বরায়
      তস্মৈ 'ন' কারায়      নমঃ শিবায়।। ১
      মন্দাকিনী-সলীল -চন্দন-চর্চ্চিতায়
      নন্দীশ্বর -প্রমথ নাথ-মহেশ্বরায়।
      মন্দার পুষ্প-বহু পুষ্প-সুপূজিতায়,
      তস্মৈ 'ম' কারায় নমঃ শিবায় ।। ২
      শিবায় গৌরী বদনাব্জবৃন্দ-
                   সূর্য্যায় দক্ষাধ্বরনাশকায়।