ভক্তির উৎপত্তির ব্যাঘাত কি?
১) যে স্বার্থপরতা সমস্ত দোষের মধ্যে প্রধান, অর্থাৎ,যাহার অপেক্ষা অধিক বা যাহার তুল্য দোষ (ক) জ্ঞানচক্ষুর গোচর হয় না এবং যাহা সমস্ত গুণের সাধনারই ব্যাঘাত-কারিণী, তাহা যে ভক্তির উৎপত্তির ব্যাঘাত জন্মাইবে, তাহাতে আর সন্দেহ কি ?
২) নিরন্তর ভক্তিভাজনের দোষানুশীলন-যাঁহার প্রতি ভক্তি করিতে হইবে, প্রথমাবধি যদি তাঁহার কেবল দোষই চিন্তা করা যায়, তাহা হইলে ভক্তি উৎপন্ন হইতে পারে না।
৩) যে যে গুণে ভক্তির উৎপত্তি হয়, সেই সেই গুণের উৎপত্তি বা বৃদ্ধির ব্যাঘাতে ভক্তির উৎপত্তির ব্যাঘাত জন্মে।
৪) এতদ্ভিন্ন যে যে হেতু বশতঃ ভক্তির হ্রাস হয় (পরে দেখ), তৎসমুদায়ও প্রথমাধি অবলম্বিত হইলে, ভক্তির উৎপত্তি বিষয়ে ব্যাঘাত জন্মে।
ভক্তি একটি গুণ, সুতরাং ইহার বৃদ্ধি ও হ্রাস হইতে পারে। কি কি কারণে বৃদ্ধি হইতে পারে, তৎসমুদায় নিম্নে নির্দ্দেশ করা গেল।

0 Comments