প্রেমের শক্তি কি?
প্রেমের শক্তি অনন্ত; অনন্তকাল বর্ণন করিলেও ইহার শেষ করা যায় না । প্রেম পশুকে মনুষ্যত্বে, মনুষ্যকে দেবত্বে ও দেবতাকে অনাদি পুরুষের প্রেমে বিমোহিত করিয়া আদ্যত্বে উপস্থিত করে । প্রেম প্রভাবে সমস্ত দোষ সহজ সাধনায় অনায়াসে দূরিভূত হয় । প্রেমের গুণে অন্য সমস্ত দোষ সহজ সাধনায় দূরিভূত হয় । প্রেমের গুণে অন্য সমস্ত গুণ স্বল্প সাধনেই উপলব্ধ হয়। প্রেম সমস্ত গুণের রাজা,সকল গুণের গুরু এবং নিখিল গুণরাশির প্রসূতি ও পরিপালক ।যাহার প্রেম আছে তাহার সকলই আছে ।যে এই ধনের ভিখারী সেই প্রকৃত ভিক্ষুক;যে এই অনন্ত সাধ্য সাধনে তৎপর নহে,সে সাধনা হীন , তাহার কোন সাধনায় কার্য্যকরী নহে।যেমন সূর্য্য হইতে সমস্ত মণ্ডল উৎপন্ন হইয়াছে ও সূর্য্য কিরণ ব্যতীত তাহাদিগের উন্নতি ও অবস্থান অসম্ভব, তদ্রুপ প্রেম হইতে সমস্ত গুণ উৎপন্ন হইয়াছে এবং প্রেম সাধনা ব্যতীত তাহাদিগের স্থিতি ও উন্নতি একান্ত অসম্ভব সন্দেহ নাই।
প্রেম মৃতকে জীবিত করে ও অপরকে জীবিত করিবার শক্তি দেয়,ইহার শক্তি অনন্তকাল বর্ণনা করিলেও শেষ হইবার নহে।
- বিশ্বময়ী দেবী।

0 Comments