কাপড় লহ শুকাইয়ে।
নৈলে শীতের দিনে ভিজে কাপড়ে
        বড়‌ই জ্বলবে জ্বালা স'য়ে।
সত্য ধর্ম্ম-মহারবি , প্রকাশিত তার ছবি,
      তাহে চিদাবাস     শুকাও ত্বরায়
               না র'বে শমন ভয়ে ॥

অর্থাৎ এই গানটিতে কাপড় শুকিয়ে নিতে বলেছে শীতের দিনে এবং ঐ ভিজে কাপড়ে যদি থাকা যায় বড়‌ই জ্বলবে জ্বালা স'য়ে  কারণ এখানে যৌবন এবং বার্ধক্য এর সঙ্গে যুক্ত তুলনা  করা হয়েছে ।কারণ  যৌবন থাকতে আমরা সকল কর্ম করতে পারি কিন্তু বার্ধক্য আসলে সব কার্য  করতে পারি না অন্যের সাহায্যের প্রয়োজন হয় কেননা সেই সময় শরীরে রোগের লক্ষণ দেখা যায়  ।কেহ অন্ধ হয়ে যায় ,কেহ কুষ্ঠে কষ্ট পায় , কারোর ভগন্দরে ধরে, কারে বা অর্শেতে ঘেরে এই ভাবে প্রত্যেক টি মানুষ কে বার্ধক্যজনিত কারণে ভুগতে হয়  তাই ঐ সময় কিছুই করতে পারে না। সর্বক্ষণ জ্বালা স‌ইতে হয় ।তাই বলা হয়েছে যৌবন থাকতে গুণ অর্জন করতে হবে আমাদের সকল কে। গুণী হয়ে ওঠাই আমাদের সর্বপ্রধান কার্য।আর এই গুণী হতে গেলে যৌবনেই হতে হবে। আমরা পার্থিব ভাবে অনেক কিছু জানতে পারি আমাদের গুরুজনের কাছ থেকে কিন্তু গুণী হয়ে উঠতে গেলে আধ্যাত্মিক বিষয়ে জানতে হবে তার জন্য গুরুর প্রয়োজন । গুরু শেখাবে আমাদের কিভাবে আমরা যৌবন থাকতে গুণী হয়ে উঠবো।তাই বলা হয়েছে সত্য ধর্ম্মের যে সূর্য উঠেছে তার তাপে আমরা যেন যৌবন থাকতেই আমাদের কাপড় শুকিয়ে নিতে পারি । তাহলে আর কোন ভয় থাকবে না আমরা গুণী হয়ে উঠবো । বার্ধক্যে আমাদের কোন জ্বালা স্পর্শ করতে পারবে না।কারণ পৃথিবীতে জন্ম নেওয়ার উদ্দেশ্য গুণ সাধনা শরীর নিমিত্ত মাত্র।গুণ‌ই পড়ে থাকবে। শরীরের প্রতি মোহ দূর হবে কোন ভয় থাকবে না ।