পাপ কাহাকে কহে?

      যাহাতে অপরের মনে কষ্ট হয়, সুতরাং সহানুভূতি দ্বারা তোমারও হয়, তাহাকে পাপ বলে ।
            যে আত্মা যত পাপভারে আক্রান্ত ,তাহার‌ই পাপকর  কার্যে তত অল্প ক্লেশ হয় তাহা তাহারা অনুভবনীয়রূপে বোধ করিতে পারে না।এমন কি,সাতিশয় পাপরাশিতে অভিভূত হ‌ইলে ,গুরুতর পাপের ক্লেশ অনুভব করিতে পারে না । সুতরাং একবার নিষ্পাপ হ‌ইতে না পারিলে আর সমস্ত পাপ অনুভব করিবার শক্তি জন্মে না।