💖   প্রেমের পাত্র কে? 💖

       নিখিল ব্রহ্মাণ্ডের সমস্ত নরনারীই প্রেমের পাত্র। আর ঐ প্রেম অভেদজ্ঞানরূপে পরিণত হইলে, সমস্ত চেতন পদার্থেই উহার ভাজন হইয়া উঠে। অতএব সূক্ষ্মরূপে বিবেচনা করিলে নিখিল ব্রহ্মাণ্ডের সমস্ত চেতন পদার্থ এবং তাহার যাঁহার প্রেম অঙ্কে বিরাজিত, সেই অনন্ত প্রেমময় অনাদি পুরুষ প্রেমের পাত্র।
                  - বিশ্বময়ী দেবী।