
অর্থাৎ অত্যন্ত জ্ঞান দীয়মান হয় এবং সঞ্চিত পাপ ক্ষীণ হয় বলিয়া তত্ত্বদর্শী মুণিগণ ইহাকে দীক্ষা বলেন । যেহেতু দিব্যজ্ঞান দান করে ও পাপের ক্ষয় করে, সেইজন্য তত্ত্বদর্শী মুনিগণ ইহাকে দীক্ষা কহেন।হে দেবেশি! দীক্ষা নিয়ম পূর্ব্বক কৃত হইলে লক্ষ লক্ষ মহাপাতক ও কোটি কোটি উপপাতক ক্ষণকাল মধ্যে দগ্ধ করিয়া থাকে।
যদি ভগবন্নামামৃত পানে সংসার বিষজ্বালা হইতে বিমুক্ত হইতে অভিলাষ কর, যদি পরমেশ্বরের প্রেম সুধা পানে অভিলাষী হও এবং যদি মানব জীবনের সফলতা লাভ করিবার ও ব্রহ্মদর্শনজনিত পরমানন্দপ্রাপ্ত হইবার সঙ্কল্প করিয়া থাক,তবে জগদীশ্বরের প্রতি ভক্তি ও প্রেম কর এবং ঐ গুণদ্বয় ও অন্যান্য মহানগুণ লাভ করিবার জন্য এবং সাধনা মার্গে সুচারু রূপে পরিচালিত হইবার নিমিত্ত ব্রহ্মদর্শী মহাত্মাকে গুরুরূপে বরণ করিয়া জীবন সফল কর এবং অভীষ্ট লাভে কৃতার্থ হও।
0 Comments