অর্থাৎ যিনি গুরুর প্রতি ,মন্ত্রের প্রতি ও ঈশ্বরের প্রতি দৃঢ়ভক্তি সম্পন্ন এবং যিনি আস্তিক , পরলোকের অস্তিত্বজ্ঞানবিশিষ্ট, তিনি শিষ্য হ‍ইতে পারেন ।অন্যবিধ শিষ্য কেবল গুরুর দুঃখদায়ক ।