আমাদের প্রবর্ত্তক গুরু।

   সতি অর্চনা মজুমদার তার আধ্যাত্মিক চেতনা থেকে গুরু প্রসঙ্গ আমাদের সম্মূখে তুলে ধরেছেন।

   অনন্ত অনন্ত মঙ্গলময় পরমপিতার মঙ্গল নিয়মে ঈশ্বর গুরুনাথের পূর্ব নির্ধারিত মাসাধিক অধিবেশন প্রবর্তক গুরুর অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর প্রচেষ্টার ফলে শতদিবস অধিবেশন সম্পন্ন হ‌ইল। বর্তমান পরিস্থিতির কারণে আপন গৃহে অবস্থান করে উপাসনার মাধ্যমে এই মহাব্রতে অংশ গ্রহন করি ।সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

   ছোটবেলা থেকে উপাসনার মধ্য দিয়ে সময় কাটাতে চেষ্টা করছি কিন্তু এইভাবে প্রতিদিন দুই থেকে তিনটি করে অধিবেশন করা সম্ভব হয়নি। অধিবেশন শুরুতে একদিন দুপুরের উপাসনা দেরিতে করবো বলে ঠিক করেছিলাম দুটোবাজতে পাঁচ মিনিট বাকি এমন সময়ে দেখি দরজায় গুরুদেব পরের দিন সকালে গুরুপূজার সময় গুরুদেবের দাঁড়িয়ে থাকা ছবিটাই গ্রুপে দেওয়া হয়েছিল।

   উপাসনা যতো একাগ্রতার সহিত করা যায় ততোই আনন্দ লাভ করা যায়। একদিন গান গাইতে গাইতে ঘুমিয়ে যাই শুনতে পাই প্রবর্তক গুরু গানটি গানছেন। ভিন্ন ভিন্ন গুণের জন্য ভিন্ন ভিন্ন গান লিখে উপাসনা, যাহাতে আরো প্রাণবন্ত হয়ে ওঠে তার জন্য দিন রাত  এক করে প্রগাঢ় যত্নের সাথে কাজ করে চলেছেন। "শতদিবস" অধিবেশন করে আমি যে অনুভূতি লাভ করেছি । ছোটবেলা থেকে উপাসনা করেও পাইনি। গুরুনাথ সত্যধর্ম্ম পরিবারের নিয়ম অনুসারে উপাসনা করলে ফল সুনিশ্চিত।

          
               অর্চনা মজুমদার (স্থান-রাচি) 09/08/2020