শিশু কাল হ‌ইতেই মৃত্যু ভয়। 
Fear of death from infancy.

       জন্ম মাত্রে শিশুর মৃত্যুভয় লক্ষিত হয়। তদ্দ্বারা জানা যায় যে, শিশু পূর্ব্ব জন্মে মরণের জন্য ক্লেশ ভোগ করিয়াছিল বলিয়া, এ জন্মেও তাহার সেই ভয় বিদ্যমান আছে। এইরূপ পতন সম্বন্ধেও জানিবে। কোন‌ও শিশু স্বীয় জননীর ক্রোড়ে আছে, এমত সময়ে যদি মাতৃক্রোড় হ‌ইতে তাহার পতনের সম্ভাবনা হয়, তবে সে কাঁদিতে থাকে, তখন তাহার শরীরও কাঁপিতে থাকে এবং সে হাত পা ছড়াইয়া কোন‌ও বস্তু ধরিবার জন্য চেষ্টা করে। 


 সময়ে সময়ে মাতার গলায় হার বা কাপড় ধরিয়া ফেলে। শিশুর এইরূপ চেষ্টা দ্বারা তদীয় ভয় ও শোক অনুমান করা যাইতে পারে। কিন্তু সে যখন এ জন্মে পতনের ক্লেশাদি আর বোধ করে নাই, তখন অবশ্যই বলিতে হ‌ইবে যে, অন্য জন্মে উহা অনুভব করিয়াছে। অত‌এব এইরূপেও পূর্বজন্মের অনুমান হ‌ইতে পারে।

            --ঈশ্বর গুরুনাথ সেনগুপ্ত।