খৃষ্টের উক্তি
মোদের স্বর্গীয় পিতা, নামটি তোমার পবিত্র,
পবিত্র ভাবে গায়ুক সংসার।
স্বরগে তোমার রাজ্য যথা সুখময়,
তেমনি হোক নাথ, ভূমণ্ডলময়।
স্বরগে যেমন সিদ্ধ তব অভিপ্রায়,
তেমনি ভূলোকে পূর্ণ হউক ত্বরায়।
প্রতিদিন আমাদের যাহে প্রয়োজন,
অদ্যকার সেই খাদ্য করহ অর্পণ।
অপরাধিগণে ক্ষমি আমরা যেমন
আমাদের পাপচয় ক্ষমহ তেমন।
ফেলিও না আমা সবে কভু প্রলোভনে,
অসৎ হইতে এই দীনগণে!
অতএব বিবেচনা করিয়া দেখ যে, নববিধ যুক্তিমূলক প্রমাণ দ্বারা যাঁহার অস্তিত্ব প্রমাণ হইয়াছে এবং পঞ্চবিধ পবিত্র শাস্ত্র যাঁহার অস্তিত্বের বর্ণনায় পরিপূর্ণ,আর ২/১ জন হতভাগা ব্যতীত যাবতীয় দর্শনকার যাঁহার অস্তিত্বে বিশ্বাস সম্পন্ন এবং অনেকে যাঁহার অস্তিত্বে প্রমাণকারী, সেই জগদীশ্বরের অস্তিত্ত্ব সম্বন্ধে কি কখনও সন্দেহ -লেশ হইতে পারে ? কস্মিনকালে কি হৃদয় -লতিকা সংশয় পবনে অনুমাত্র সঞ্চালিত হইতে পারে ? কদাপি তদীয় অস্তিত্বে অপ্রত্যয় কণাও সম্ভবিতে পারে ? কখনই নহে, কদাচ নহে ! অতএব সর্ব্বতোভাবে সর্ব্বাবাদিসম্মতরূপে প্রতিবাদীর যুক্তিজালের সম্যগরূপে ছেদন -পূর্বক স্থিরীকৃত হইল।

0 Comments