
অর্থাৎ যিনি নিম্নলিখিত গুণসম্পন্ন, তিনি গুরু হইতে পারেন।
(১) সর্ব্বশাস্ত্রপর - অর্থাৎ, সাধারণতঃ কেহ সাহিত্যে,কেহ বা গণিত শাস্ত্রে অনুরাগী হয়, কিন্তু যিনি পরস্পর বিপরীত শাস্ত্র সমূহে অনুরাগী।
(২) দক্ষ - ঐ সকল শাস্ত্রে ও নানাবিধ ধর্ম্ম-কর্ম্মে সুনিপুণ।
(৩) সদা সর্ব্বশাস্ত্রার্থবিৎ - সকল সময়েই উল্লিখিত শাস্ত্রসমূহের প্রকৃতার্থ পরিজ্ঞাতা।
(৪) সুবচাঃ - উৎকৃষ্ট বাক্য বিন্যাসে সমর্থ, অর্থাৎ সত্য ও প্রিয় এরূপ বাক্য বলিতে পারেন যে, তাহাতে শ্রোতার হ্নদয় বিগলিত হয়।
(৫) সুন্দর - অর্থাৎ ,প্রেমময় অবস্থার পরাকাষ্ঠা প্রাপ্ত।
(৬) স্বচ্ছ - বিকার শূন্য ও সরল অন্তঃকরণ।
(৭) কুলীন - জীবতত্ত্ব,প্রকৃতিতত্ত্ব,দিক কাল ও পঞ্চভূত,-এই সকল বিষয়ে জ্ঞান সম্পন্ন।
(৮) শুভদর্শন - জগতের মঙ্গল সাধন জ্ঞান বিশিষ্ট ।
(৯) জিতেন্দ্রিয় - কাম ,ক্রোধ,লোভ
মোহ,মদ ও মাৎর্সয্য এই ছয়টী যাহার বশীভূত।
(১০) সত্যবাদী - নিরন্তর সত্যভাষী ।
(১১) ব্রাহ্মণ - ব্রহ্মজ্ঞ, ব্রহ্মদর্শী।
(১২) শান্তমানস - স্থির-চিত্ত।
(১৩) মাতাপিতৃহিতে যুক্ত - নিরন্তর মাতার ও পিতার হিত সাধনে রত।
(১৪) সর্ব্ব কর্ম্ম পরায়ণ - প্রয়োজনীয় কার্য্য মাত্রেই রত।
(১৫) আশ্রমী - প্রধান আশ্রম অর্থাৎ গৃহস্থাশ্রমে স্থিত অথবা তাহার হ্নদয়ে সতত ঈশ্বর বিরাজমান ।
(১৬) দেশবাসী - দেশ অর্থাৎ ভূমির অংশ বিশেষে অবস্থান কারী , অর্থাৎ স্থূল দেহধারী।
0 Comments