🍁সত্য-ধর্ম্ম মহাসূর্য্য🍁

সত্য-ধর্ম্ম মহাসূর্য্য,উঠছেরে ভাই গগনে।
ভবের আঁধার দূরিবে নিশ্চয়,নিজ তনুর কিরনে॥
ত্যজ নিদ্রা ভাই ,ওঠো ত্বরা করি , ত্রাণ পাবে গো জাগরণে।
মোহে অচেতন থেকনা এখন, জ্যোতির্ময় হের নয়নে॥
চাহিয়া দেখরে , বিশাল অবনী , ঘিরিয়া রয়েছে আঁধারে ।
পথ কোথা হায় ,পথ কোথা পায়,পতিত সকলে পাথারে ॥
কেন আসিয়াছ ,কোথা আসিয়াছ
          কোথা যেতে হবে ভাব রে।
ভুলে কেন যাও, হে ভাই ভগিনী,
             মোহের আঁধারে ডুবিয়ে॥
গুরুকে স্মরিয়ে, পিতাকে পূজিয়ে ,হ‌ও আগুয়ান সমরে।
জয় হবে ভাই তরাতে জগৎ , সত্যধর্ম্ম এসেছে রে॥

                  --মহাত্মা সুরেন্দ্রনাথ