🌺আমাদের চোখে আদিষ্ট


পরমেশ্বর এঁর অসীম কৃপাবলে আমরা আমাদের প্রবর্তক গুরু যিনি বর্তমানে সত্য ধর্ম্মের একমাত্র আদিষ্ট সাধক নিরূপম তাঁর চরনে আশ্রয় পেয়েছি। 'প্রবর্তক' কথার অর্থ প্রতিনিয়ত যিনি প্রবর্তন করেন, নতুন পথের সন্ধান দেন আরও বহু প্রকার কার্য তিনি করেন তা কল্পনাতীত। প্রবর্তক গুরুর একটি স্বতন্ত্র নিয়ম আছে যা পৃথিবীতে কারও নেই তা হল - আমরা যদি আমাদের কর্তব্য পালনে ব্যর্থ হই তবুও তিনি হাল ছাড়েন না, তাঁর অক্লান্ত পরিশ্রম তিনি নিঃস্বার্থ ভাবে উজাড় করে দেন। আমারা যাতে বাকি সকলের থেকে ভিন্ন হতে পারি প্রকৃত মনুষ্যত্বের অধিকারী হতে পারি তার জন্য তিনি সর্বদা ব্যকুল


সত্য ধর্ম্মে যেমন উপাসনা ভিন্ন অবস্হিতির উপায় নেই তেমনি উপাসনা না করলে আমার প্রবর্তক গুরুর সাথে কথা পর্যন্ত বলা যায় না ভীতির কারনে এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। অনেকে বলে থাকেন যে "উনি তো বিবাহ করেননি তাহলে স্ত্রী সন্তান সংসার এর মর্ম কিভাবে বুঝবেন"? তাদের উদ্দেশ্যে বলছি সন্তান পিতামাতার অনুগত না হলে একটা সময় পর তারা হাল ছেড়ে দেন কিন্তু আমার প্রবর্তক গুরু কিভাবে তাকে সত্যের পথে আনেন তা উপলব্ধি করতে চাইলে তাঁর সান্নিধ্যে থাকা প্রয়োজন। অন্বয়ি সাধনা সহজ কিন্তু বিবাহ না করে তিনি যে অতি সুকঠিন ব্যতিরেকি সাধনায় উন্নত হয়ে পরমেশ্বর এঁর মঙ্গল চরনে যাওয়ার ক্ষমতা রাখেন- এই বিষয়টি ক'জন বোঝেন??? অবিশ্বাস, আত্ম অহংকার, এবং কার্য না করে ফল পেতে ইচ্ছুক অথবা ফল পেয়ে ভুলে যাওয়া অকৃতজ্ঞতায় পরিপূর্ণ ব্যক্তির কাছে ও তিনি গুপ্ত।


একজন উন্নত মহাত্মা একদিন এ যে শুভকার্য সম্পন্ন করার যোগ্যতা রাখেন তা আমাদের ১০০ বছরেও করা অসাধ্য। তাই তিনি সবার,,, কারোর ব্যক্তিগত নন কিন্তু অন্তর দিয়ে তাঁকে না চাইলে পাওয়া অসম্ভব। তিনি নিজে যেভাবে নিজেকে সাজিয়েছেন সেই সৌন্দর্যে আমাদের সাজানোর জন্য তাঁর যে অক্লান্ত পরিশ্রম পরমেশ্বর এঁর যেন তা বোঝার মত গুণাবলী আমাদের দেন। আমার প্রবর্তক গুরুর সম্পর্কে যতই বলব ততই যেন আমার না বলা থেকে যায়...


সতী বনানী