কি কি গুণের যোগে পার্থিব ভক্তি হয়?


১) করুন রস,
২) উৎপন্নের আদিত্ব বোধে উৎপাদকের প্রতি মমতা ও কৃতজ্ঞতা
৩) নির্ভরতা 
৪)উপচিকীর্ষা 
৫)ন্যায়পরতা 
৬) গুণাদরেচ্ছা 
৭) আধ্যাত্মিক প্রেমাঙ্কুর 


১) করুন রস-এ বিষয়ের বিস্তৃত বিবরণ প্রেম প্রবন্ধে দেখ।

২) মমতার বিষয়‌ও প্রেম প্রবন্ধে দেখ । প্রেমের বিষয়ে যে মমতা,ইহাও তাহাই, কেবল পার্থিব পক্ষে বিভিন্ন। যে কৃতজ্ঞতার কথা বলা হ‌ইয়াছে, উহা এইরূপ -উৎপন্ন সন্তান উৎপাদক মাতাপিতাকে আপনার আদি বোধ করিয়া তাঁহাদিগের প্রতি যে কৃতজ্ঞতা প্রদর্শন করে।

৩) নির্ভরতা, অর্থাৎ ইনি আমাকে রক্ষা না করিলে আমি মুহূর্ত্তও বাচিব না,এই স্বার্থ জন্য নির্ভরতা।

৪)উপচিকীর্ষা - উপকার করিবার ইচ্ছা। এই উপচিকীর্ষা কৃতজ্ঞতা সহযোগে চালিত হ‌ইলেই উপকারীর উপকার না করিয়া কেহ থাকিতে পারে না।

৫)ন্যায়পরতা -সতত ন্যায়পথে ভ্রমণ করাকে ন্যায়পরতা কহে। যে ন্যায়পরতা সরলগুণ, ইহা তাহা নহে। এ বিষয়ের বিবরণ গ্ৰন্থান্তরে প্রকাশিত হ‌ইবে।

৬) গুণাদরেচ্ছা-কোন‌ও ব্যক্তির কোন গুণ দেখিলে তাঁহার আদর অভ্যর্থনা করা যায় যে আমাদিগের সহজ জ্ঞানসাধ্য, তাহাতে আর সন্দেহ নাই।

৭) আধ্যাত্মিক প্রেমের অঙ্কুর -পূর্ব্বোক্ত গুণসমূহের সহিত এই অঙ্কুরের যোগে ভক্তি জন্মে।